উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থানগড়
উত্তরের সব চেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থানগড়ে শীতকালীন শাক-সবজি উঠেছে। প্রতিদিন সরবরাহ বাড়ছে, পাশাপাশি কমছে দামও।
আজ শুক্রবার সকালে প্রতি কেজি শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, প্রতি মণ মুলা ২৫০-৩০০ টাকা। করলা প্রতি মণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শিম বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, ফুলকপি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।
বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। বেগুন প্রতি মণ ৩০০ থেকে ৪৫০ টাকা, পাতা পেঁয়াজ ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি।
শীত পড়ার অনেক আগে থেকে প্রতিদিন ভোরে ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম থাকে মহাস্থানগড় বাজার।
বর্তমানে বগুড়ায় ৯৫০০ হেক্টর জমিতে অগ্রিম শাক-সবজির চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বছরে ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক সবজির চাষ হবে বগুড়ায়।
বগুড়া থেকে প্রতিদিন কয়েক হাজার টন সবজি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
Comments