উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থানগড়

মহাস্থানগড় সবজি বাজারে প্রতিদিন সরবরাহ বাড়ছে। ছবি: মোস্তফা সবুজ/ স্টার

উত্তরের সব চেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থানগড়ে শীতকালীন শাক-সবজি উঠেছে। প্রতিদিন সরবরাহ বাড়ছে, পাশাপাশি কমছে দামও।

আজ শুক্রবার সকালে প্রতি কেজি শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, প্রতি মণ মুলা ২৫০-৩০০ টাকা। করলা প্রতি মণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ছবি: মোস্তফা সবুজ/ স্টার

শিম বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, ফুলকপি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

ছবি: মোস্তফা সবুজ/ স্টার

বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। বেগুন প্রতি মণ ৩০০ থেকে ৪৫০ টাকা, পাতা পেঁয়াজ ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি।

ছবি: মোস্তফা সবুজ/ স্টার

শীত পড়ার অনেক আগে থেকে প্রতিদিন ভোরে ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম থাকে মহাস্থানগড় বাজার।

ছবি: মোস্তফা সবুজ/ স্টার

বর্তমানে বগুড়ায় ৯৫০০ হেক্টর জমিতে অগ্রিম শাক-সবজির চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বছরে ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক সবজির চাষ হবে বগুড়ায়।

বগুড়া থেকে প্রতিদিন কয়েক হাজার টন সবজি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

5h ago