ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে যুবকের ৭ বছর কারাদণ্ড

gavel
প্রতীকী ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট করায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি ইসমত আরা।

কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন আদালত।

কারাদণ্ড পাওয়া সুজন মহন্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের কাদেরপাড়া এলাকার তারাপদ মহন্তের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন ফেসবুকে একটি এডিট করা ছবি পোস্ট করেন যা মুসলমানদের অনুভূতিতে আঘাত করে।

পরে পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে।

রায়ে বলা হয়, সুজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

Comments