শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য প্রীতম দাশ গ্রেপ্তার
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট শ্রীমঙ্গল থানায় প্রীতম দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় বলে জানান তিনি।
প্রীতম দাশকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ডেইলি স্টারকে বলেন, 'এটা পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার জন্য এটা করা হয়েছে। ছাত্রলীগ এবং প্রশাসন একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। এজন্য একটা বিষয় স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার ৭ দিন পর কেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটা বর্বর আইনে প্রীতম দাশকে গ্রেপ্তার করা হবে।'
আগামীকাল শনিবার সকাল ১১টার দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
Comments