আজ মামলা হবে পরশু বের হয়ে যাবে, দেশে এই তো চলছে: ফারদিনের মা

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারদিনের মা ফারহানা ইয়াসমিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মা ফারহানা ইয়াসমিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারহানা ইয়াসমিন।

তিনি বলেন, 'আমরা তিল তিল করে আমাদের সন্তানদের গড়ি, আর আমাদের সন্তানরা শেষ হয়ে যায়। এইটা তো সরকার দেখল না। আজকে কেস (মামলা) হবে, পরশুদিন বের হয়ে চলে যাবে, দেশে এই তো হচ্ছে। এ কারণেই আরেকটি ছেলের ক্ষতি হয়ে যায়। তা না হলে কারোর সাহস ছিল না আবরার মরার পরে বুয়েটের কোনো ছেলের গায়ে হাত তোলা।'

ফারহানা ইয়াসমিন বলেন, 'আমার মেধাবী ছেলেটা বুয়েটে পড়তে যাইয়ে শ্যাষ হইয়ে আসছে। আমরা তিল তিল করে সন্তানরে গড়ছি, কিন্তু সন্তান শেষ হয়ে গেল। এত কলিজা কাদের আছে তাদের তো আপনারা খুঁজে বের করতে পারেন না।'

ফারদিনের মা বলেন, 'আমার দাবি কী পূরণ করতে পারবেন আপনারা? আমার সন্তান ৩ দিন ধরে নিখোঁজ। আপনারা তো খুঁজে আনতে পারেন নাই। আপনাদের কী বলব, আপনারা তো শুধু বলেই চলে যান।'

তিনি আরও বলেন, 'বুয়েটে তো আরও একটি ছেলে মারা গেল, তো আপনারা কী করতে পারছেন বলেন? আপনারা তো শুধু রিপোর্ট লিখবেন। আর কিচ্ছু করার নাই আপনাদের।'

'আমার কলিজার টুকরা, আমার সোনামনি চলে গেছে। তাতে কারও কিচ্ছু আসে যায় না। আমার বাবা গেছে গা,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago