আ. লীগ তৃতীয় বিভাগের, বিএনপি প্রথম বিভাগের দল: আমীর খসরু

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিটু দাস/স্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণসমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালের মানুষ বিপ্লব ঘটিয়েছেন। আজ প্রমাণ হয়েছে যে, বিএনপি নেতাকর্মীদের কোনো সমাবেশে অংশ নিতে কোনো পরিবহনের দরকার পড়ে না।

আজ শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে একথা বলেন তিনি।

সরকারকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে আমীর খসরু বলেন, 'দেশ যখন সংকটময় সময় পার করছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে খেলা হবে, কিন্তু কে খেলবে?'

'আওয়ামী লীগ তৃতীয় বিভাগের দল এবং বিএনপি প্রথম বিভাগের দল' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'আগে আপনারা পদত্যাগ করুন, তারপর খেলা হবে।'

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, 'সব প্রতিকূলতা উপেক্ষা করে দলের নেতাকর্মীরা যেভাবে সমাবেশে যোগ দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।'

ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 'বর্তমান অবৈধ সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।'

তিনি বলেন, 'মানুষ ইতোমধ্যে সরকারকে লাল কার্ড দেখিয়েছে, আমরা ক্ষমতায় যেতে চাই না, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।'

বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত বঙ্গবন্ধু উদ্যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, 'সরকার ক্ষমতাচ্যুত না হলে দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।'

তিনি বলেন, 'দেশের মানুষ জেগে উঠেছে। আগামী ১০ ডিসেম্বর সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।'

ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী সমাবেশে বক্তব্য দিলে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বঙ্গবন্ধু উদ্যান। গত রাত থেকেই মিছিলে-স্লোগানে নেতাকর্মীরা মাতিয়ে রেখেছেন চারপাশ। সমাবেশস্থলসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন।
 
সমাবেশকে কেন্দ্র করে বরিশালে পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ-যোগাযোগও বন্ধ। এভাবে গত ২ দিন সারাদেশ থেকে বরিশাল কার্যত বিচ্ছিন্ন আছে।
 
এসব বাধা ডিঙ্গিয়ে আশপাশের ৫ জেলা থেকে ১ দিন আগেই শহরে পৌঁছাতে শুরু করেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। যানবাহন না থাকায় নৌকা, ট্রলার, মোটরসাইকেল এমনকি অনেক নেতাকর্মী হেঁটে এসে সমাবেশে যোগ দিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago