টিএসসিতে ছাত্রী হেনস্তা: সেই ছাত্রলীগ কর্মীকে ঢাবি থেকে সাময়িক বহিস্কার

গত ৩১ অক্টোবর রাতে টিএসসিতে নাজমুল। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক ছাত্রীকে ইভটিজিং ও মারধরের অভিযোগে ঢাবি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আজ শনিবার ঢাবি জনসংযোগ দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর মধ্যরাতের পর রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থি অশোভন আচরণ করায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এই অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে না, এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এর আগে, গত ৩১ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে নাজমুল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে থাকেন নাজমুল। তিনি সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহানের অনুসারি বলে ঘটনার পর দ্য ডেইলি স্টারের কাছে পরিচয় দেন। পরে জিমের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে মারিয়ামের সঙ্গে তার ছবি দেখে পরিচয় নিশ্চিত হন ডেইলি স্টারের প্রতিবেদক।


 

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

5h ago