‘বিএনপির মহাসমাবেশের থেকে কুমিল্লা মহানগর আ. লীগ সম্মেলনে বেশি লোক’

সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: স্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড সেনাপতি জিয়াউর রহমান।

আজ শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোস্তাককে কুমিল্লার মানুষ ঘৃণা করে।

তিনি বলেন, মুফতি হান্নান বলে গিয়েছে হাওয়া ভবনে একুশে আগস্ট গ্রেনেড হামলার মিটিং হয়েছে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে।

বৈশ্বিক দুর্যোগের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তিনি যোগ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের বিএনপির বরিশালের বিভাগীয় সমাবেশ থেকে বেশি লোক শুধুমাত্র কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সম্মেলনে সমবেত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি হবে।  

Comments

The Daily Star  | English

250-bhori gold stolen from Sylhet mall

On January 3, burglars made off with gold (159 bhori) and diamond ornaments, estimated to be worth around Tk 2.5 crore, from a jewellery shop at a mall in Dhaka

14m ago