আজ থেকে টুইটারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু

ইলন মাস্ক
ইলন মাস্ক ও টুইটার। ছবি: রয়টার্স

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের দায়িত্ব নেওয়ার পর কর্মীদের প্রতিষ্ঠানটিতে থাকা না থাকার বিষয়ে নোটিশ দিতে যাচ্ছেন।

আজ শুক্রবার বিষয়টি কর্মীদের জানানো হবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমেলে কর্মীদের জানানো হয়েছে যে, 'টুইটারকে সঠিক পথে নিতে' এই ছাঁটাই প্রক্রিয়া।

এতে আরও বলা হয়, আজ স্থানীয় সময় সকাল ৯টায় 'টুইটারে আপনার ভূমিকা' শিরোনামে কর্মীদের ইমেল পাঠানো হবে।

টুইটারের ইমেলে বলা হয়, 'শুক্রবার থেকে বিশ্বব্যাপী টুইটারের কর্মী কমানোর কঠিন পথে যেতে হচ্ছে।'

'আমরা জানি টুইটারে যাদের মূল্যবান অবদান আছে তাদের অনেকের ওপর এর প্রভাব পড়বে। তবে প্রতিষ্ঠানের আগামী দিনের সাফল্যের জন্য এই ব্যবস্থা নেওয়া জরুরি।'

টুইটারের অফিসগুলো সাময়িক বন্ধ থাকবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, 'ব্যাজ' দেওয়া স্থগিত করা হবে।

'কর্মী এবং টুইটারের সিস্টেম ও ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে' অফিসে প্রবেশের ওপর নিয়ন্ত্রণ দেওয়া হবে।

এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, মাস্ক টুইটারের মোট কর্মীর প্রায় অর্ধেক তথা ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের চিন্তা করছেন।

সূত্রের নাম উল্লেখ না করে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছাঁটাইয়ের তালিকা করতে বলা হয়েছে।

গত সপ্তাহে মাস্ক প্রায় ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago