জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব সংসদে তুলবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: ফাইল ছবি

রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব সংসদে তুলবে জাতীয় পার্টি।

আগামীকাল সোমবার সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন। সেইসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও সংসদে উত্থাপন করবে দলটি।

আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মুজিবুল হক চুন্নু।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে বাদ দিয়ে কাদেরকে বিরোধী দলীয় নেতা করার জন্য গত ১ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিল দলটি।

 কিন্তু স্পিকার এখনও কোনো সিদ্ধান্ত না জানানোয় দলটি এখন সংসদে বিষয়টি তুলতে যাচ্ছে।

আজকের বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু বলেন, 'আমাদের চিঠির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। আগামীকাল জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করব। আমরা স্পিকারের কাছে জানতে চাইব কী কারণে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি আমাদের।'

জাতীয় পার্টির মোট সংসদ সদস্য সংখ্যা ২৬। এর মধ্যে আজকের বৈঠকে ২১ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, রাহ্‌গির আলমাহি এরশাদ, মসিউর রহমান রাঙ্গা, সেলিম ওসমান ও  রানা মোহাম্মদ আদেল বৈঠকে ছিলেন না। সেলিম ওসমান ব্যাংককে চিকিৎসাধীন ও আদেল ঢাকার বাইরে রয়েছে। জাতীয় পার্টির বৈঠকে না থাকলেও সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

এদিকে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় কয়েকজন সংসদ সদস্য সংসদ বর্জনের পক্ষে অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বিরোধী দলীয় প্রধান হুইপ পদ থেকে গত শুক্রবার মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। সেই চিঠিও স্পিকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান চুন্নু।

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago