সিউলে হ্যালোইন উৎসবে পদদলন: নিহত বেড়ে ১৫১

দক্ষিণ কোরিয়ায় পদদলন
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইয়ংসান-গু এলাকায় হ্যালোইন উৎসবে পদদলনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে উদ্ধারকারী দল। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইয়ংসান-গু এলাকায় হ্যালোইন উৎসবে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন।

আজ রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ৯৭ নারী ও ৫৪ জন পুরুষ।

অধিকাংশের বয়স ২০ এর কোঠায় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি। তাদের বাড়ি ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়েতে।

দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, 'জনপ্রশাসন ও নিরাপত্তামন্ত্রীর নেতৃত্বে সব মন্ত্রণালয় ও এজেন্সি যেন দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা করে।'

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১০০-র বেশি মরদেহ হাসপাতালে আছে। বাকি মরদেহ ইনডোর জিমনেসিয়ামে রাখা হয়েছে। সবার পরিচয় নিশ্চিত হতে আরও সময় লাগবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago