নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণে যুক্তরাজ্যের নৌবাহিনী জড়িত: রাশিয়া

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের জন্য যুক্তরাজ্যের নৌবাহিনীকে দায়ী করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এই কথা বলেছে। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য সরকার বলেছে, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
গত ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে বিস্ফোরণের পর বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়। ছবি: রয়টার্স

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের জন্য যুক্তরাজ্যের নৌবাহিনীকে দায়ী করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এই কথা বলেছে। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য সরকার বলেছে, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে তাদের নৌবহর শনিবার ড্রোন হামলার মুখে পড়েছে। যেসব 'ব্রিটিশ বিশেষজ্ঞ' নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা চালিয়েছে তাদের নির্দেশনাতেই শনিবার কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলা হয়েছে। রাশিয়ার সেনারা ড্রোন হামলা প্রতিহত করেছে দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মাইন অপসারণে ব্যবহৃত একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাওয়া যাওয়া তথ্য অনুসারে, ব্রিটিশ নৌবাহিনীর এই ইউনিটের প্রতিনিধিরা এই বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্ত্রাসী হামলা চালিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে। তারা এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নিয়েছিল।

অভিযোগ অস্বীকার ব্রিটেনের

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'ইউক্রেনের অবৈধ আগ্রাসন চালাতে গিয়ে রাশিয়া যে বিপর্যয়ে পড়েছে তা থেকে দৃষ্টি সরাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মহাকাব্যিক পর্যায়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। বানোয়টা এই গল্প থেকে রাশিয়ার সরকারের ভেতরের মতদ্বৈততা বোঝা যায়।'

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে রাশিয়ার ওপর হামলায় ব্রিটেনের সম্পৃক্ততার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়া জানতে চাইবে মস্কো।

 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago