লাল শাড়ি হোক প্রতিটি বাঙালির সিনেমা: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তিনি অনেক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার ক্যারিয়ারে আছে সুপারহিট সিনেমাও। তবে এবার নায়িকা নয়, নতুন পরিচয়ে সবার সামনে আসছেন তিনি।  
নতুন পরিচয়ে সবার সামনে আসছেন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তিনি অনেক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার ক্যারিয়ারে আছে সুপারহিট সিনেমাও। তবে এবার নায়িকা নয়, নতুন পরিচয়ে সবার সামনে আসছেন তিনি।  

ইতোমধ্যে ভক্তরা জেনে গেছেন, 'লাল শাড়ি' সিনেমা প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমাটির শুটিং শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। শুটিং চলবে টানা ২০ নভেম্বর পর্যন্ত।

মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হবে এই শুটিং। এতে অংশ নেবেন অপু বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক। 

লাল শাড়ির জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ চান অপু বিশ্বাস। ছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

অপু বিশ্বাস বলেন, 'অভিনয় করছি অনেক দিন ধরে। স্বপ্ন ছিল সিনেমা বানানোর। সেই পথ ধরে হাঁটছি। সরকার অনুদান দিয়েছে। সেটার বাস্তবায়ন করতে যাচ্ছি শুটিং শুরুর করার মধ্য দিয়ে।'

'খুব ব্যস্ততা যাচ্ছে। সিনেমা মানেই বড় প্রস্তুতি। সব রকমের প্রস্তুতি নেওয়া প্রায় শেষ। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। সবার ভালোবাসা নিয়ে লাল শাড়ি সিনেমাটি করতে চাই। আমার বিশ্বাস পরিচালক বন্ধন বিশ্বাস ভালো কিছু করবেন', যোগ করেন অপু বিশ্বাস।

মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হবে লাল শাড়ির শুটিং। ছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

অপু-জয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নিবেদন লাল শাড়ি। মূলত তাঁত শিল্পের নানা গল্প উঠে আসবে এই সিনেমায়। গত মাসে সিনেমাটির মহরতও অনুষ্ঠিত হয়েছে।

অপু বিশ্বাস বলেন, 'শাড়ির সঙ্গে বাঙালি নারীর আবেগ জড়িত, বাঙালি নারীর ভালোবাসা জড়িত। আমি চাই লাল শাড়ি হোক প্রতিটি বাঙালির সিনেমা।'

 

Comments

The Daily Star  | English

Inside the lives of RMG workers

In the shadowy predawn hours, the air in Ashulia, a small industrial town on the outskirts of Dhaka, is thick with anticipation.

11h ago