উপদ্রুত জেলেপাড়া

ছবি: রাজীব রায়হান/স্টার

সোমবার রাতে দেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম শহরের দক্ষিণ হালিশহর এলাকার জেলেপাড়ায় এর ধ্বংসের চিহ্ন রেখে গেছে। সিত্রাংয়ের তাণ্ডবে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়েছেন সাগরতীরে বসবাসকারী ২০০ জেলে পরিবার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বলছে, সারা দেশের ৬ হাজার হেক্টর ফসলি জমি এবং ১ হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঝড়ে।

মোট ৪১৯টি ইউনিয়নে ঝড় ক্ষতির চিহ্ন রেখে গেছে। উড়ে গেছে প্রায় ১০ হাজার ঘর। কিছু স্থানে সড়ক-বাঁধও ভেঙেছে। গবাদি পশুর তথ্য এখনও পাওয়া যায়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র।

ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে সিত্রাং। এর কয়েক ঘণ্টা আগে থেকেই ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণ শুরু হয় উপকূলের জেলাগুলোতে।

হালিশহরের জেলেপাড়ার পাশাপাশি চট্টগ্রামের উপকূলীয় উপজেলাগুলোর মধ্যে বাঁশখালীর সাধনপুর, খানখানাবাদ; সন্দ্বীপের সারিকাইত, মগধরা, আজিমপুর, মাইটভাঙা ও কালাপানিয়া এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ে, দেয়াল ধসে, নৌযান দুর্ঘটনায় কিংবা পানিতে ডুবে দেশের ১৬ জেলায় অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর এসেছে।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের জেলেপাড়ার ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাজীব রায়হান

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

56m ago