স্পেনে ‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। ছবি : সংগৃহীত

স্পেনে প্রখ্যাত চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজের চিত্রকর্ম নিয়ে 'বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ' শীর্ষক মাসব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্পেনের বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীর আয়োজন করেছে।

স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী মাদ্রিদে দূতাবাস মিলনায়তনে এ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে স্প্যানিশ চিত্রশিল্পী ব্লাজকেজের ৩৩টি চিত্রকর্ম ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, ১৯৭৪ সালে জাতিসংঘে তার প্রদত্ত ঐতিহাসিক ভাষণ ও বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠকসমূহের অসাধারণ কিছু মুহূর্তের এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কিছু আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, 'বঙ্গবন্ধু প্রণীত স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি- সবার প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়- আজও আদর্শ বৈদেশিক সম্পর্ক নিরূপণের উজ্জ্বল আলোকবর্তিকা।'

সারওয়ার মাহমুদ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, 'বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয়দানের জন্য ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মানবতার জননী আখ্যা দিয়েছে।'

চিত্রশিল্পী ফ্রান্সিস্কা ব্লাজকেজ বলেন, 'বিশ্বশান্তি, স্বাধীনতা ও ভাতৃত্বের স্বপক্ষে আঁকা আমার পেইটিংয়ের এ প্রদর্শনী, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম, যিনি আজীবন ন্যায় ও সাম্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।'

বাংলাদেশকে অপার সৌন্দর্য এবং অফুরন্ত সম্ভাবনার দেশ উল্লেখ করে ফ্রান্সিসকো ব্লাজকেজ আরও বলেন, 'বাংলাদেশের লোকেরা উদ্যোগী, সৃজনশীল, দৃঢ প্রতিজ্ঞ ও কঠোর পরিশ্রমী। সর্বোপরি তারা শান্তিপ্রিয়। আর শান্তিতেই মানবতার ভবিষ্যত নিহিত।'

বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী চলবে।

দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক জানান, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে ।

লেখক: স্পেনপ্রবাসী সাংবাদিক

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago