চট্টগ্রাম ইপিজেডে বাংলাদেশি কোম্পানির ৩১.৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং প্যাসিফিক এটায়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি পোশাক কারখানা স্থাপনে ৩১ দশমিক ৭৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি প্যাসিফিক এটায়ারস লিমিটেড।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

এতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৩১ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যেখানে ৪ হাজার ৯৯৪ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্যাসিফিক এটায়ারস বার্ষিক ১৮.৭২ মিলিয়ন পিস পুরুষ/নারীদের ফরমাল স্যুট, কোট, ড্রেস প্যান্ট, ক্যাজুয়্যাল ওয়্যার এবং ছেলে/মেয়েদের ক্যাজুয়্যাল ওয়্যার উৎপাদন করবে।

প্যাসিফিক এটায়ারস প্যাসিফিক জিন্স গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। চট্টগ্রাম ইপিজেডে এই গ্রুপের ৮টি কারখানা রয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স প্যাসিফিক এটায়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন)  মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago