২০২৩ সালে ৫৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি

প্রতীকী ছবি

আগামী বছর ৫৪ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) বিপিসিকে এই তেল আমদানির অনুমোদন দিয়েছে।

এর মধ্যে বিপিসি বিভিন্ন দেশের কাছ থেকে সরকার-সরকার চুক্তির অধীনে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত তেল কিনবে।

এছাড়া সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে বাকি ১৬ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হবে।

চলতি বছরের জানুয়ারি-জুনের মধ্যে বিপিসি ৭ লাখ ৯১ হাজার টন অপরিশোধিত তেল এবং ২৭ লাখ ৯০ হাজার পরিশোধিত তেল আমদানি করেছে। পরিশোধিত তেলের মধ্যে আছে ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস অয়েল।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের মোট বার্ষিক ব্যবহারের ৬৩ শতাংশ ব্যবহার হয় পরিবহন খাতে। বাকিটা সেচ, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহার হয়।

বাংলাদেশে বছরে প্রায় ৬৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা আছে এবং মোট চাহিদার ৯০ শতাংশ আমদানি করা হয়।

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

13h ago