পরামর্শ-অভিজ্ঞতা বিনিময়ে সাবেকদের সঙ্গে বৈঠকে সিইসি

cec.jpg
কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি: সংগৃহীত

পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে।

মত বিনিময় সভায় সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা ও কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম ও কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।

সিইসির সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন।

বর্তমান কমিশন কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচন এবং উপনির্বাচন আয়োজন করেছে। এসব নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ ছাড়া, নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ায় ভোটগ্রহণ বন্ধ করা হয়।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে নতুন কমিশনের এই সভা।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অংশীজনের সঙ্গে সংলাপ কয়েছে নির্বাচন কমিশন। তারা জাতীয় নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে।

 

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

7h ago