দূষণের দায়ে চট্টগ্রামে স্টিল মিলকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি স্টিল মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নাসিরাবাদ শিল্পাঞ্চলের সালেহ স্টিল মিলকে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই স্টিল মিলের ধোঁয়ার কারণে স্থানীয়রা মারাত্মক বায়ু দূষণে ভুগছেন। এর প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ করেন।'

অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টিল মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

তিনি বলেন, 'অভিযানে স্টিল মিলের এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) বন্ধ পাওয়া যায়। এজন্য কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা এবং বায়ু দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।'

Comments

The Daily Star  | English

‘We don’t have Aladdin’s lamp to suddenly lower commodity prices’

Commerce adviser says after meeting with Turkish trade minister

1h ago