ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক সোহেল

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন ও সাধারণ সম্পাদক সোহেল। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে বসবাসকারী অভিবাসী সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাকির হোসেন সুমন সভাপতি ও মোহাম্মদ উল্লাহ সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাকির হোসেন সুমন যমুনা টিভি ও কালের কণ্ঠের ইতালি প্রতিনিধি। তিনি ১৮ ভোট পেয়ে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সময় টিভির ভেনিস প্রতিনিধি মাকসুদ রহমান পেয়েছেন ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল ২২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী আর টিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামউজ্জামান পেয়েছেন ১২ ভোট।

একাত্তর টিভির সাবেক প্রতিনিধি জুম্মন অনিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থসম্পাদক হয়েছেন।

এর আগে, চলতি বছরের ১৩ আগস্ট ভেনিসের সিনিয়র সাংবাদিক পলাশ রহমানকে আহবায়ক, সোহানুর রহমান উজ্জ্বলকে যুগ্মআহবায়ক এবং নাজমুল হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি একটি সফল নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির প্রধান ৩টি পদ ঠিক করলেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- শাজাহান কবির ইদ্রিস, নান্নু সরদার, আবদুল মান্নান, বিল্লাল হোসেন মেম্বর, আবদুল আজিজ সেলিম, সৈয়দ কামরুল সরোয়ার, জব্বার মাঝি, রিটন ঢালি,  আমিনুল হাজারী, গোলাম মোস্তফা, শাহাদৎ হোসেন প্রমুখ।

তারা আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক দৃঢ় হবে। সাংবাদিকরা নির্ভয়ে বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে পারবেন। সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচন শেষে আহ্বায়ক পলাশ রহমান ফলাফল ঘোষণা করেন এবং ৪ প্রার্থীই ফলাফল মেনে নেন।

Comments