ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়া ভোট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভোট দিচ্ছেন উপজেলার বড়াইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য নোয়াব আলী। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ছাড়াও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার ১০০ ইউনিয়ন, ৯ উপজেলা ও ৫ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৯৬ জন।

নাসিরনগর উপজেলায় ১৭২, সরাইলে ১২০, আশুগঞ্জে ১০৭, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৬২, বিজয়নগরে ১৩৩, আখাউড়ায় ৮১, কসবায় ১৪৬, নবীনগরে ২৮৮ ও বাঞ্ছারামপুরে ১৮৪ জন ভোটার রয়েছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ৯ উপজেলায় ৩৬২ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে কয়েকটি উপজেলায় প্রকাশ্য ভোট নেওয়ার ঘোষণা ও সদস্য প্রার্থীদের মারধরের ঘটনায় নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা থাকবে।'

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago