নরসিংদী

আ. লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ায় যুবদল সা. সম্পাদকের পদ স্থগিত

হাসানুজ্জামান। ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মতিন ভুঁইয়ার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। 

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হাসানুজ্জামানের নরসিংদী জেলা শাখার যুবদলের সাধারণ সম্পাদকটি পদটি স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ১২ অক্টোবর নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মতিন ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্বাচনী প্রচারণায় হাসানুজ্জামানের ছবিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ছবি পোস্ট করা হয়। এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর নরসিংদী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ হোসেন মনিরের নিকট হেরে যান।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

1h ago