ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তা সমকালে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শুরু করেছে বুক রিভিউ প্রতিযোগিতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের আয়োজনে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সহযোগিতায় আজ রবিবার  (১৬ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে। 'আয়না' ও 'শেরে বাংলা ইইতে বঙ্গবন্ধু'—এ ২ বইয়ের যেকোনো একটি বইয়ের রিভিউ একজন প্রতিযোগীকে লিখতে হবে।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার নগদ ২ হাজার টাকা, ৪র্থ ও ৫ম পুরস্কার আবুল মনসুর আহমদের নির্বাচিত বই। বিজয়ীদের প্রত্যেককে সনদ, বই  ও ক্রেস্ট দেওয়া হবে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী একটি বই নিয়ে লিখতে পারবেন। প্রতিযোগীকে অবশ্যই শিক্ষার্থী  হতে হবে। দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। রিভিউটি ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা সুতন্নি এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে [email protected] এই মেইলে। সরাসরি লিখলে জমা দেওয়া যাবে টিএসসির ২য় তলায় (মাইম একশন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ অফিসে।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago