চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

dead body
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নিখোঁজ হওয়ার ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পরানজোলা বিল থেকে আজ বৃহস্পতিবার এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুর নাম হাসান মারফত। সে উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের হোসেনের ছেলে।

এর আগে গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয় শিশু হাসান। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা  হাসপাতালের মর্গে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে কেউ ফেলে রেখেছিল। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English
graft allegations against Tulip Siddiq

Tulip Siddiq lived in Hampstead flat gifted by Hasina ally: Sunday Times

Financial Times recently revealed that a different London property was gifted to Tulip by an associate of senior Awami League members

1h ago