শুভ্র হত্যা: বিএনপির ৭ নেতা-কর্মীর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম সমন্বয়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, ছাত্রদলকর্মী মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, যুবদলকর্মী মো. মইনুদ্দিন, শরীফুল ইসলাম ও রুহুল আমিন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলকর্মী শরীয়ত উল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ জনকে ২০ হাজার টাকা করেও জরিমানা করেন আদালত, যা  তাদেরঅনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২০ সালের ১৭ অক্টোবর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে দুর্বৃত্তরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ১৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ।

গত ৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। সর্বশেষ আজ এ রায় ঘোষণা করা হলো।

Comments

The Daily Star  | English

3,930 candidates for 44th BCS to face fresh viva: PSC

The oral interviews of these candidates were conducted up until July 18 after a total of 11,732 examinees passed the 44th BCS written tests

1h ago