সিনেমা নিয়েই ব্যস্ত এখন ফজলুর রহমান বাবু

ধারাবাহিক নাটক আপতত একদমই করছেন না ফজলুর রহমান বাবু। ছবি: স্টার

৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু এখন ব্যস্ত মূলত সিনেমা নিয়ে। ওয়েব ফিল্মেও সময় দিচ্ছেন। তবে টিভি নাটকে খুবই কম দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিক নাটক একদমই করছেন না।

মুক্তির অপেক্ষায় রয়েছে বাবুর বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে আছে শ্যাম বেনেগাল পরিচালিত 'বঙ্গবন্ধু'। এই সিনেমায় তিনি খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া, মুক্তির অপেক্ষায় আছে মীর্জা সাখাওয়াত হোসেন পরিচালিত 'ভাঙন', এম সাখাওয়াত পরিচালিত 'বীরাঙ্গনা', রাজীবুল ইসলামের 'উড়াল'। পাশাপাশি মূলধারার বাণিজ্যিক সিনেমা 'মিশন এক্সট্রিম টু' মুক্তির অপেক্ষায় আছে। এখানে তিনি ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থিত হবেন।

ফজলুর রহমান বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ৩টি সিনেমা ৩ রকম গল্পের। উড়াল সিনেমাটি শিশুদের জন্য। ভাঙন সিনেমায় অভিনয় করেছি মৌসুমীর সঙ্গে।'

মুক্তির অপেক্ষায় ফজলুর রহমান বাবুর বেশ কয়েকটি সিনেমা। ছবি: স্টার

'আমার কাছে অভিনয়টাই প্রধান, তা যে কোনো ধারার সিনেমা হোক না কেন। আমি ভালো গল্পের অপেক্ষায় থাকি এবং ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি', যোগ করেন তিনি।

এদিকে রাঙামাটির নারী ফুটবলারদার ওপর একটি সিনেমা পরিচালনা করবেন আরিফ। এই সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে। ফজলুর রহমান বাবু এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

এ ছাড়া, অরণ্য আনোয়ারের নতুন সিনেমা এবং আশফাক নিপুণের পরিচালনায় নতুন ওয়েব ফিল্মে অভিনয় করার ব্যাপারে কথা চলছে তার।

ফজলুর রহমান বাবু বলেন, 'সিনেমা এবং ওয়েব ফিল্মের অফারই বেশি পাচ্ছি। তবে সব সিনেমায় অভিনয় করা সম্ভব হয় না।'

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

57m ago