‘ইবলিশ’ দিয়ে মঞ্চে ফিরছেন ফজলুর রহমান বাবু

ধারাবাহিক নাটক আপতত একদমই করছেন না ফজলুর রহমান বাবু। ছবি: স্টার

মঞ্চ নাটকের দল আরণ্যক এর সঙ্গে অভিনয় জীবন শুরু করেন ফজলুর রহমান বাবু। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বর্তমানে ওয়েবসিরিজ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তবে শত ব্যস্ততার মাঝেও মঞ্চ ছাড়েননি তিনি। দলের বিভিন্ন উৎসব উপলক্ষে মঞ্চ নাটকে অভিনয় করছেন এখনো।

২৭ জানুয়ারি শুরু হচ্ছে আরণ্যক নাট্যদলের ৫০ বছর উদযাপন উৎসব। এই নাট্য উৎসবে 'ইবলিশ' নাটকে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ।

ফজলুর রহমান বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, '৩৭ বছর আগে ইবলিশ নাটকে প্রথম অভিনয় করেছিলাম। এখনো এত বছর পর এসেও নাটকটিতে অভিনয় করছি। ভীষণ প্রিয় একটি নাটক আমার। ৩৭ বছর ধরে একই নাটক করছি। এটা আমার জন্য অনেক আনন্দের।'

তিনি আরও বলেন, 'ইবলিশ নাটকে অভিনয় করে মঞ্চে খুব সাড়া পেয়েছিলাম সেই সময়ে। ঢাকার বাইরেও শো করেছি। ভালো লাগে এত বছর ধরে নাটকটি করে যাচ্ছি।'

ইবলিশ নাটকে ফজলুর রহমান বাবু অভিনীত চরিত্রের নাম গরিবুল্লাহ। তিনি বলেন, 'গরিবুল্লাহ চরিত্রটির প্রতি আলাদা এক ধরনের ভালোবাসা জন্ম নিয়েছে। মঞ্চে যতগুলো নাটকে অভিনয় করেছি, তার মধ্যে ভালোলাগার দিক থেকে গরিবুল্লাহ অন্যতম।'

আরণ্যক নাট্যদলের ৫০ বছর পূর্তিতে একান্ত অনুভূতির কথা জানতে চাইলে ফজলুর রহমান বাবু বলেন, 'আরণ্যক আমার সবকিছু। এখান থেকে এই জীবনে অনেক কিছু শিখেছি। আমার নাট্যগুর মামুনুর রশীদও আরণ্যক এর কাছে চিরঋণী।'

'আরণ্যক শত বছর পার করুক এটা খুব করে চাই। একটি দল এত বছর ধরে ভালোভাবে নাটক করে যাচ্ছে এটা তো নাটকের দল হিসেবে বিরাট প্রাপ্তি। আমার গর্ব হয় আমি আরণ্যক এর একজন,' বলেন তিনি।

এদিকে চলতি সময়ে ফজলুর রহমান বাবু নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। নতুন সিনেমাটির নাম 'মেঘনা কন্যা'। মেঘনা নদীর ওপর সিনেমটির শুটিং চলছে। সিনেমাটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী।

ফজলুর রহমান বাবু বলেন, 'মেঘনা নদীর ওপর নৌকায় শুটিং করছি মেঘনা কন্যা সিনেমার। চমৎকার একটি গল্পের সিনেমা। আমার চরিত্রটিও ভালো। সব মিলিয়ে অভিনয় করে তৃপ্তি পাচ্ছি।'

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

28m ago