‘বরবাদ’ সিনেমায় আমার ডাবিং গেলেও পারিশ্রমিক পাইনি: দিলরুবা দোয়েল

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। সিনেমায় নায়িকা ইধিকা পালের বোনের চরিত্রের অংশের ডাবিং করেছিলেন তিনি। কিন্তু সেই কাজের পারিশ্রমিক এখনো পর্যন্ত পাননি বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে।
দিলরুবা দোয়েল ডেইলি স্টারকে বলেন, 'বরবাদ' সিনেমার পরিচালকের একজন সহকারী আমাকে ফোন দিয়ে জরুরি ডাবিং করার কথা বলেন। তাদের কথামতো কয়েক ঘণ্টার নোটিশে সিনেমায় নায়িকা ইধিকা পালের বোনের চরিত্রে যে অভিনয় করেছেন, তার অংশের ডাবিং করেছি। চার ঘণ্টা সময় নিয়ে তাদের এই কাজ করে দিয়েছি। পরে আরেকটা কাজে আমি ঢাকার বাইরে গেলে সেই সহকারী আমাকে বলেন, 'আরেকটা লাইন ডাবিং করতে হবে। তাদের আমি আমার অপারগতার কথা জানিয়েছিলাম। কিন্তু 'বরবাদ' সিনেমায় আমার ডাবিং তারা রেখেছে।

এই অভিনেত্রী আরও বলেন, 'ডাবিংয়ের পর আমি অন্য কারণে তাদের ফোন দিয়েছি, তারা ভেবেছে পারিশ্রমিকের জন্য ফোন দিয়েছি। তারা ফোন ধরেননি। এখানে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। তার সঙ্গে আমি কাজ করেছি। আমাদের সম্পর্ক ভালো। আমি এই বাজে সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছি। সিনেমার এত বাজেট, কোটি কোটি টাকা খরচ করে তারা সিনেমা নির্মাণ করেছেন। কিন্তু আমাকে ডাবিং করিয়ে তারা আজ দিন পর্যন্ত পারিশ্রমিক দেননি। সিনেয়ার ব্যবস্থাপনায় যারা ছিলেন, এটা তাদের দোষ। এমন সিস্টেম কেন হবে? আমার পারিশ্রমিক না, এই বাজে সিস্টেমের বিরুদ্ধে বলছি।'
'বরবাদ' নির্মাতা মেহেদি হাসান হৃদয় ডেইলি স্টারকে বলেন, কোনো সিনেমায় পারিশ্রমিকের বিষয়টি প্রযোজক কিংবা লাইন প্রোডিউসার দেখেন। এই ডাবিং করা বিষয়ে আমি কিছু জানতামই না। এমন সংবাদ হওয়ার পরে সিনেমাটির প্রযোজকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, 'পারিশ্রমিক একটা ডাবিং গ্রুপকে সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে।' এত বড় বাজেটের সিনেমা, সবাইকে পারিশ্রমিক পেয়েছেন, তিনি কেন পাবেন না! যদি না পেয়ে থাকেন, আমি তার পারিশ্রমিক দিয়ে দেবো।'
Comments