২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১৩.৮৬ শতাংশ

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার দেশে করোনা শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ এবং গত সোমবার শনাক্তের হার ছিল ১২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৮ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪২৫ জন ঢাকা বিভাগের, ১৭ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ২৭ জন রাজশাহী বিভাগের, ৬ জন রংপুর বিভাগের, ১৫ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন।

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

17h ago