সোনারগাঁয় ডাকাতের কবলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির শিকার হয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক।

ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ আজ রোববার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির ঘটনায় গতকাল শনিবার রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেছেন। 

আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

মামলার এজাহার থেকে জানা যায়, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে মেঘনা টোলপ্লাজা এলাকায় টোল দিতে গাড়ি থামান। 

এ সময় অতর্কিতভাবে ডাকাতরা এসে ওসির প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে। 

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। প্রথমে তাদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম পৌঁছে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পুলিশ পরিদর্শক মো. আহসান উল্লাহ বলেন, 'ওসিকে কুপিয়ে আহত করে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাইওয়ে সড়ক নিরাপত্তা দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।'

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতির ঘটনায় মামলা করতে ওসির প্রতিনিধি থানায় গিয়েছেন। মামলাটি সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করবে।'

জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার হন ডিবি পুলিশ সদস্য। ওই ঘটনার পর জানা যায়, মুক্তিপণ আদায় করতে ছিনতাইকারীরা ভয়াবহ নির্যাতন চালায়। 
গত ২৬ সেপ্টেম্বর ওই ছিনতাইয়ের ঘটনার পর এবার ওসির ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago