দুলকার সালমানের নতুন সিনেমার প্রথম লুক

দুলকার সালমান। ছবি: সংগৃহীত

মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের কিং অব কথার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে তাকে অন্যরকম অবতারে চিত্রিত করা হয়েছে। যা তার ভক্তদের একটি ভিজ্যুয়াল ট্রিটের প্রতিশ্রুতি দেয়।

হাই-অ্যাকশন সিনেমাটি প্রযোজনা করবে ওয়েফারার ফিল্মস এবং জি স্টুডিওস। ছবিটি পরিচালনা করবেন নবাগত অভিলাষ জোশী, যিনি প্রবীণ পরিচালক জোশীর ছেলে।

তামিলনাড়ুর কারাইকুডিতে শুটিংয়ের প্রথম শিডিউল দ্রুত চলছে। দুলকার ছাড়াও সিনেমাতে আরও অনেক তারকাকে দেখা যাবে। শিগগিরি বিস্তারিত জানানো হবে।

Comments