আজ শনাক্ত বেড়ে ১৪.৭৩ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। তবে এ সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ এবং ৫ জন মারা গিয়েছিলেন। গত সোমবার শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩৮ জন ঢাকা বিভাগের, ১০ জন ময়মনসিংহ বিভাগের, ২৭ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ১৯ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের ও ৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

1h ago