নতুন করে ট্রেন লিজ না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ট্রেন
স্টার ফাইল ফটো

বেসরকারি খাতে ট্রেনগুলোকে নতুন করে লিজ না দেওয়ার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বেসরকারি খাতে লিজ দেওয়া ৪০টি ট্রেনের মেয়াদ শেষের পর নতুন করে লিজ দেওয়া বন্ধ করার সুপারিশ করা হয়েছে। 

পাশাপাশি ট্রেন লিজের কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

বৈঠকে রেল মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ৪টি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ও পরিচালন ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া, রেলওয়ের দখলকৃত ভূমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালাকে যুগোপযোগী করার সুপারিশ করা হয় বৈঠকে।

এদিকে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় গত ৩ মাসে রেলের মোট ৩১ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টির তদন্ত শেষে হয়েছে। বাকি ১৫টির তদন্ত প্রক্রিয়াধীন আছে। 

তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন আছে বলেও বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago