রমেক হাসপাতালে চিকিৎসায় হয়রানি: ২ কর্মচারী বরখাস্ত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রোগী ভর্তি করাতে গিয়ে হয়রানির ঘটনায় ২ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হয়রানির ঘটনায় অভিযুক্ত হাসপাতালের দুই কর্মচারী মাসুদ ও ঝর্না বেগমকে আজ মঙ্গলবার দুপুরে বরখাস্ত করা হয়। 

এই দুজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন বলে জানান তিনি। 

এছাড়া হয়রানির নেপথ্যে আরও কেউ সংশ্লিষ্ট কি না, তা জানতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে 'বকশিস সিন্ডিকেটে'র কবলে পড়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদুল আমীর। এর অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন মেয়র, রমেক অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে।

হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান বলেন, 'হয়রানির শিকার চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে দুজনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

Comments