নিউরোসায়েন্সেস হাসপাতালে আজও চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ অস্ত্রোপচার

নিউরোসায়েন্সেস হাসপাতাল, কর্মবিরতি, চিকিৎসক,

চিকিৎসকদের ওপর আউটসোর্সিং কর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ফলে হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ আছে।

তবে হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরি সেবা চালু আছে।

আজ বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব জানান।

তিনি বলেন, 'চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি৷ তবে জরুরি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। গতকাল ফ্যাসিবাদী আমলের এক চিকিৎসককে পাবনা থেকে বদলি করে আনা হয়। আমরা এর প্রতিবাদ জানাতে গেলে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা হামলা চালায়।'

দাবি আদায় না হলে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাব বলে জানান তিনি।

গতকাল সকালে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে অন্য চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল হাসপাতালের চিকিৎসকরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন এবং তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago