নিম্নচাপ নয় লঘুচাপ: অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা

ছবি: স্টার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর ফলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

আজ সোমবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

লঘুচাপটি সম্পর্কে জানতে চাইলে কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ১৯ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী অঞ্চলের উপকূল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং লঘুচাপটি প্রায় স্থলভাগের কাছাকাছি চলে এসেছে।'

'১৬ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলটি একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিলেও এটি অপেক্ষা কম শক্তিশালী লঘু চাপে পরিণত হয়েছে। গত সপ্তাহে স্থলভাগে প্রবেশ করা নিম্নচাপের প্রভাবটি পুরোপুরি শেষ হয়ে না যাওয়ার কারণে এটা হয়েছে। এর ফলে দেশে আজ থেকে ৪ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে', বলেন মোস্তফা কামাল।

ছবিতে দেখা যাচ্ছে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১টার সময় চট্টগ্রামের মহেশখালী উপকূল থেকে কিছু দূরত্বে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে। ছবি: গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম

'আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সবশেষ পূর্বাভাস অনুসারে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূলে অবস্থান করা বর্তমান লঘুচাপটি আজ মধ্য রাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের ওপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটির কেন্দ্র বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে অনেক দূর দিয়ে অতিক্রম করলেও এই লঘুচাপের প্রভাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর বৃষ্টিপাত ঘটানোর প্রবল সম্ভাবনা রয়েছে।'

মোস্তফা কামাল বলেন, 'বৃষ্টিপাত সবেচয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর। দেশে অন্যান্য বিভাগগুলোতে দিনে একাধিকবার বৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সমুদ্র অনেক উত্তাল থাকার সম্ভাবনা নির্দেশ করছে। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সমুদ্র উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনার রয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

38m ago