‘ফখরুলের বক্তব্য প্রমাণ করে তারা পাকিস্তানকে হৃদয়ে ধারণ করেন’

হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ফটো

বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং হৃদয়ে পাকিস্তানকে ধারণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রেক্ষিতে আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

হাছান মাহমুদ বলেন, 'গতকাল ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সারমর্ম হলো— বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো ছিল। তার এই বক্তব্য প্রমাণ করে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা হৃদয়ে পাকিস্তানকে ধারণ করে, যার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে মির্জা ফখরুলের কথায়।'

তথ্যমন্ত্রী আরও বলেন, 'অর্থনৈতিক, সামাজিক ও মানবিকসহ প্রতিটি সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ২০১৫ সালেই বাংলাদেশ এসব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। পাকিস্তানের রাজনীতিবিদরাও এটা স্বীকার করেন, কিন্তু  ফখরুল সাহেব বললেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো ছিল।'

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, 'বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আওয়ামী লীগের কিছু বলার নেই। তবে দলটি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে।'

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

1h ago