দেশে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অনুমতি নেই: বাংলাদেশ ব্যাংক

দেশে যে কোনো ধরনের ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক নোটিশে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে।

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী ভার্চুয়াল কোনো মুদ্রার কোনো স্বীকৃতি নেই বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নোটিশে বলা হয়, যে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন বা আইনগত বিনিয়োগের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রা ব্যবহারের অনুমোদন দেয় না কেন্দ্রীয় ব্যাংক।

ভার্চুয়াল মুদ্রা বা ভার্চুয়াল সম্পদের বিপরীতে কোনো আর্থিক দাবির সুযোগ নেই এবং কোনো আইন এ ধরনের সম্পদের গ্যারান্টি দেয় না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

এ অবস্থায় ভার্চুয়াল মুদ্রার মানকে দ্রুত পরিবর্তনশীল এবং উচ্চ আর্থিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিয়ন্ত্রিত ভার্চুয়াল মুদ্রার লেনদেন দ্রুত বাড়ছে এবং অন্য কিছু বৈদেশিক মুদ্রার সঙ্গে বিনিময় হচ্ছে। ভার্চুয়াল মুদ্রাকে বৈদেশিক মুদ্রা লেনদেনের বিকল্প হিসেবে বিবেচনা করা আইনের লঙ্ঘন।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

40m ago