জয়পুরহাটে ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্যবসায়ী আশরাফুল ইসলামের (৩২) মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৬টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
নিহত আশরাফুল ওই গ্রামের সামছুল হকের ছেলে ও তিলকপুর রেলস্টেশনে তার বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান আছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তিলকপুর রেলস্টেশনে এলাকায় ফ্লেক্সিলোডের দোকান পরিচালনা করেন আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরেননি।
সূত্র আরও জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে এক ব্যক্তি ওই এলাকার কাঁনচপাড়া গ্রামে ধানখেতে ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পান। পরে গ্রামের লোকজন ও স্বজনেরা আশরাফুলের মরদেহ শনাক্ত করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত আশরাফুল ইসলামের মাথা থেঁতলানো ও গলায় কাপড় পেঁচানো ছিল।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইট দিয়ে আশরাফুলের মাথা থেঁতলে দিয়েছে। তবে হত্যার কারণ স্পষ্ট নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
Comments