প্রধানমন্ত্রীর ভারত সফর: এসবির ছাড়পত্র পাননি বিমানের পাইলট-অপারেশন কর্মকর্তা

বিমান লোগো

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ছাড়পত্র না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফরের ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে বাদ পড়েন বিমানের এক সিনিয়র পাইলট ও এক অপারেশন কর্মকর্তা।

সফরে ককপিট ক্রু, কেবিন ক্রু ও গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ বিমানের ৬৫ সদস্যের দল ছিল। তাদের মধ্যে ২ জনের বিষয়ে এসবির ভিআইপি নিরাপত্তা উইং চিঠিতে আপত্তি জানায়।

গত ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপকের (নিরাপত্তা) কাছে পাঠানো চিঠি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের জন্য বিমানের চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটের জন্য ওই দলটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফকে পাঠানো হয়। দ্য ডেইলি স্টারের কাছে এর কপি রয়েছে।

এসবির চিঠিতে ওই ২ জন ছাড়া বাকিদের ক্ষেত্রে ভিভিআইপি ফ্লাইটের দায়িত্ব পালনে আপত্তি জানানো হয়নি।

ওই পাইলট ও অপারেশন কর্মকর্তাকে ছাড়পত্র না দেওয়ার কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

পাইলট ও অপারেশন কর্মকর্তার বক্তব্য নিতে না পারায় ডেইলি স্টার তাদের নাম প্রকাশ করছে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে ছিলেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'এসবির প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে চাই না।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের ভারত সফর শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন। গত ৫ সেপ্টেম্বর বিমানের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে তিনি নয়াদিল্লি যান।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago