রানির জীবনাবসান: যা ঘটতে পারে ব্রিটিশ রাজতন্ত্রে

রানি এলিজাবেথ
রানি এলিজাবেথ (১৯২৬-২০২২)। ছবি: রয়টার্স ফাইল ফটো

ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

গতকাল বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান তিনি। প্রায় ৭০ বছর পর ব্রিটেনের কোনো রাজা বা রানির মৃত্যুতে দেশটির রাজতন্ত্রে বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব।

মায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে 'রাজা তৃতীয় চার্লস' উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস।

যুক্তরাজ্যের সরকারব্যবস্থা ও রাজপরিবারে আসন্ন পরিবর্তন যেন মসৃণ হয় সেজন্য আগে থেকেই রানির অন্ত্যেষ্টিক্রিয়া ও পরবর্তী রাজা চার্লসের রাজ্যাভিষেকের খুঁটিনাটি আগেই ঠিক করা ছিল।

এলিজাবেথ ও চার্লস
মা রানি এলিজাবেথের পাশে প্রিন্স চার্লস। ছবি: রয়টার্স ফাইল ফটো

এলিজাবেথের শেষকৃত্য কখন, কোথায়

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য তার মৃত্যুর ১০ দিন পর অনুষ্ঠিত হবে। পরম্পরাগতভাবে সেদিন যুক্তরাজ্যে জাতীয় শোক পালিত হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সেই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সাধারণত ২ হাজার ২০০ লোকের সমাগম হতে পারে। তবে প্রয়োজনে ৮ হাজারেরও বেশি লোকের জন্য অতিরিক্ত বসার ব্যবস্থা করা যেতে পারে, যেমনটি রানির রাজ্যাভিষেকের সময় হয়েছিল।

রানিকে যেখানে সমাহিত করা হবে

রানিকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে ব্যক্তিগত সমাধিতে সমাহিত করা হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানেই তিনি শেষ অনেকগুলো বছর কাটিয়েছিলেন।

বাবা রাজা ষষ্ঠ জর্জ, বোন প্রিন্সেস মার্গারেট ও স্বামী প্রিন্স ফিলিপের পাশে এলিজাবেথকে সমাহিত করা হবে।

জনসাধারণের অংশগ্রহণ থাকবে কি

জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ আয়োজন থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বাকিংহাম প্যালেস বিস্তারিত ঘোষণা দেবে।

প্রিন্স চার্লসের রাজ্যাভিষেক কবে

এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের জ্যেষ্ঠ সন্তান চার্লস তার মায়ের মৃত্যুর পরপরই ইংল্যান্ডের রাজা হয়েছেন।

অ্যাকসেসন কাউন্সিল নতুন রাজার নাম ঘোষণার জন্য রানির মৃত্যুর পরদিন, অর্থাৎ আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট জেমস প্যালেসে বৈঠকে বসবে।

তবে চার্লসের রাজ্যাভিষেক কয়েক মাস পর হতে পারে।

যেমন, বাবার মৃত্যুর ১৪ মাস পর ১৯৫৩ সালের ২ জুন রানির রাজ্যাভিষেক হয়েছিল।

রাজ পরিবারের সদস্যদের সঙ্গে রানি
পরিবারের সদস্যদের সঙ্গে রানি এলিজাবেথ। ছবি: রয়টার্স ফাইল ফটো

'ডাচেস অব কর্নওয়েল' ক্যামিলাও কি মুকুট পরবেন

চার্লসের স্ত্রী ক্যামিলা 'কুইন কনসোর্ট' হিসেবে মুকুট পরবেন বলে আশা করা হচ্ছে। কুইন কনসোর্ট হলো রাজার পত্নীকে দেওয়া উপাধি।

প্রিন্স উইলিয়াম ও কেট কি নতুন উপাধি পাবেন

রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হবেন এবং 'ডিউক অব কর্নওয়াল' উপাধি পাবেন। অন্যদিকে কেট, যিনি আগে 'ডাচেস অব কেমব্রিজ' ছিলেন তিনি উত্তরাধিকারসূত্রে 'ডাচেস অব কর্নওয়াল' উপাধি পাবেন।

আগামী কিছুদিনের মধ্যেই তাকে 'প্রিন্স অব ওয়েলস' হিসেবে রাজা চার্লস নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ রাজতন্ত্রের উত্তরসূরি যারা

উইলিয়াম, কেট ও তাদের ৩ সন্তান—প্রিন্স জর্জ ও লুই এবং প্রিন্সেস শার্লট—এই গ্রীষ্মে কেনসিংটন প্যালেস থেকে উইন্ডসর ক্যাসেলের অ্যাডিলেড কটেজে চলে এসেছেন। তাদের দাদা চার্লস মুকুট পরার সঙ্গে সঙ্গেই উত্তরাধিকারের সারিতে ওঠে এসেছেন জর্জ, লুই ও শার্লট।

চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এখনো রাজপরিবারের সদস্য হওয়ায় সিংহাসনের উত্তরাধিকার হিসেবে রয়েছেন। তবে তিনি তালিকায় পঞ্চম। প্রিন্স হ্যারির ২ সন্তান—আর্চি ও লিলিবেট এখন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে।

হ্যারি ও তার স্ত্রীর নতুন উপাধি হতে চলেছে 'ডিউক অব সাসেক্স' ও 'ডাচেস অব সাসেক্স'।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

14m ago