যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল মেলা

শিক্ষামেলা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল মেলার আয়োজন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্ম আগামী ৩ ও ১০ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শদাতাদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

৬০টিরও বেশি স্বীকৃত মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্মকর্তাদের কাছ থেকে উচ্চ শিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ থাকছে মেলায়।

'সাউথ এশিয়া ফল ভার্চুয়াল ট্যুর' শীর্ষক এ আঞ্চলিক মেলা বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

৩ সেপ্টেম্বর স্নাতকোত্তর ভর্তি (মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রাম) মেলা এবং ১০ সেপ্টেম্বর স্নাতক ভর্তি (অ্যাসোসিয়েট এবং স্নাতক ডিগ্রি প্রোগ্রাম) অনুষ্ঠিত হবে।

এ দুই মেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

মেলায় ভর্তি কর্তৃপক্ষ, এডুকেশন-ইউএসএ উপদেষ্টা ও মার্কিন দূতাবাসের কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে চ্যাটের সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা কলেজ বোর্ড বা ইটিএসের মতো পরীক্ষা গ্রহণকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন। 

এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশ্বব্যাপী পরামর্শ কেন্দ্রের নেটওয়ার্ক যেখানে বিশ্বের ১৭৫টি দেশ ও অঞ্চলে ৫৫০ জনের বেশি উপদেষ্টা কাজ করছেন। 

বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় এডুকেশন-ইউএসএ'র ৪টি উপদেষ্টা কেন্দ্র আছে।

মেলায় অংশ নিতে https://educationusafair.easyvirtualfair.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করা যাবে।

এছাড়া এডুকেশন-ইউএসএ বাংলাদেশের ফেসবুক পেজ www.Facebook.com/EdUSABangladesh এ মেলা সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago