মারা গেছেন সোভিয়েত ভাঙার রূপকার মিখাইল গর্বাচেভ

মিখাইল গর্ভাচেভ
মিখাইল গর্ভাচেভ। ছবি: রয়টার্স ফাইল ফটো

সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার মিখাইল গর্বাচেভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স মস্কোর হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটাল গণমাধ্যমকে জানিয়েছে, 'মিখাইল গর্বাচেভ মঙ্গলবার রাতে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।'

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, 'গর্বাচেভের মৃত্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন।'

প্রতিবেদনে বলা হয়, গর্বাচেভের হাত ধরে শীতলযুদ্ধ শেষ হলেও সোভিয়েত ইউনিয়নের ভাঙন তিনি ঠেকাতে পারেননি। তার অভ্যন্তরীণ সংস্কার 'গ্লাসনস্ত' ও 'পেরেসত্রইকা' সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে দেয়।

তিনি সোভিয়েত ইউনিয়নে বাকস্বাধীনতার জন্য 'গ্লাসনস্ত' ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য 'পেরেসত্রইকা' সংস্কারনীতি গ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago