নেটফ্লিক্সে ‘খুফিয়া’র টিজারে নিজেকে দেখে অভিভূত হয়েছি: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আজ সোমবার নেটফ্লিক্সে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত বলিউড সিনেমা 'খুফিয়া'র টিজার প্রকাশিত হয়েছে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ডার্ক থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন 'রেহানা'খ্যাত বাঁধন। 

রহস্য-রোমাঞ্চভরা এই ছবিটির ৪৭ সেকেন্ডের টিজারে কয়েকঝলক দেখা গেছে বাঁধনকে।

জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'টিজারে যা দেখা যাচ্ছে সেটার শুটিংয়ের সময় বিশাল ভরদ্বাজ বলেছিলেন, "আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো।" এইভাবে আমার প্রশংসা করেছিলেন তিনি।'

বলিউড সিনেমা ‘খুফিয়া’য় আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

'এটার বাকি কিছু কাজের জন্য আমি ভারতে যাচ্ছি। জানতাম না টিজার আজ মুক্তি পাচ্ছে। টিজার দেখে সত্যি আমি অভিভূত। এই ছবিতে অভিনয় করা নিয়ে অনেক গল্প আছে, যা ধীরে ধীরে বলবো,' বলেন তিনি।

খুফিয়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু, আলি ফজলসহ আরও অনেকে।

Comments