বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বেড়ে ১৯২

ফাইল ছবি/সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে লুজ সয়াবিন তেল লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে।

আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তসলিম শাহরিয়ার বলেন, 'আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।'

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, লুজ সয়াবিন তেল লিটারপ্রতি ৯ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা থেকে ১৭৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৮৫ টাকা থেকে ১৯২ টাকা ও ৫ লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ৯১০ টাকা থেকে ৯৪৫ টাকা এবং লুজ পাম তেল লিটারপ্রতি ৭ টাকা কমিয়ে ১৫২ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago