যেকোনো চরিত্রে অভিনয়ের ক্ষমতা মোশাররফের আছে: চঞ্চল চৌধুরী

মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দু'জনে একসঙ্গে প্রথম অভিনয় করেন ভবের হাট ধারাবাহিকে। সিনেমায় দু'জনে প্রথম অভিনয় করেন রূপকথার গল্পতে। পরবর্তীতে আরও কিছু নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের। ফলে, এই দু'জনের ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব অনেক বছরের।

২২ আগস্ট মোশাররফ করিমের জন্মদিন। সহশিল্পী ও বন্ধু মোশাররফ করিমকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, 'মোশাররফ করিম মঞ্চ নাটক থেকে অভিনয়ে এসেছেন এবং আমিও মঞ্চ নাটক থেকে এসেছি। আমাদের অভিনয়ের শুরু একইভাবে। দু'জনেই দু'জনার প্রথম অভিনয় দেখা মঞ্চে। কিন্তু ওর সঙ্গে আমার প্রথম পরিচয় টেলিভিশন নাটকে অভিনয় করতে গিয়ে। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ভবের হাট নাটকে দু'জনে প্রথম একসঙ্গে অভিনয় করি। তখন থেকেই আমাদের পরিচয়।'

'পরিচয় থেকে বন্ধুত্ব হতে বেশি দিন লাগেনি। তারপর সাকিন সারিসুরি নামের দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করি দু'জনে। এই নাটকটিরও পরিচালক ছিলেন সালাউদ্দিন লাভলু। সালাউদ্দিন লাভলুর পরিচালনায় এক এক করে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'একসঙ্গে দু'জনে সিনেমা করেছি দু'টি। মোস্তফা সরোয়ার ফরুকীর টেলিভিশন এবং

তৌকীর আহমেদের রূপকথার গল্প। ধীরে ধীরে দু'জন দু'জনকে চিনেছি, জেনেছি। শুটিং স্পটে একটু অবসর পেলেই আড্ডা দিতাম। দারুণ সময় কাটিয়েছি একটা সময়ে। আড্ডার দিনগুলো খু্ব মিস করি।'

চঞ্চল বলেন, 'মোশাররফ করিমের অভিনয় নিয়ে বলব, অনেক পাওয়ারফুল অভিনেতা। একজন পরীক্ষীত

অভিনেতা মোশাররফ করিম। আমার অসম্ভব প্রিয় একজন অভিনেতা। যেকোনো চরিত্রে অভিনয় করার ক্ষমতা ওর আছে। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আমাদের মধ্যে অনেক আগেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মোশাররফ করিম, আমি, শাহনাজ খুশি, শামীম জামান, আ খ ম হাসান দীর্ঘ দিন একসঙ্গে অভিনয় করেছি, সময় কাটিয়েছি। সালাউদ্দিন লাভলুর নাটকে অভিনয় করতে গিয়েই আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। বন্ধুত্ব থেকে পারিবারিক পর্যায়ে পৌছে যায় সেই সম্পর্ক।'

'একই পেশায় থাকার জন্য নিজেদের মধ্যে একধরনের প্রতিযোগিতা হয়তো আছে। অভিনয় শিল্পের জন্য এই প্রতিযোগিতা থাকা ভালো। ভালো কাজে প্রতিযোগিতা থাকলে অবশ্যই ভালো কিছু হয়। কিন্তু শত্রুতা থাকা ভালো না। ভেতরে ভেতরে প্রতিযোগিতা থাকতেই পারে,' যোগ করে চঞ্চল।

তিনি বলেন, 'আজ ওর জন্মদিন। জন্মদিনে প্রতি বছরই ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি। শুধু জন্মদিনে নয়, ওর যে কোনো ভালো কাজকে আমি সাপোর্ট করি। এখন হয়তো ব্যস্ততার কারণে দেখা কম হয়, কিন্ত ওর ভালো অভিনয়ের প্রতি ভালোবাসা আগেও ছিল, আগামীতেও থাকবে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

23m ago