সরকারি অফিস সকাল ৮-৩টা, ব্যাংক ৯-৪টা পর্যন্ত

বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অফিস-আদালতে পর্দার ব্যবহার বন্ধ থাকবে। পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে। পাশাপাশি সেচ সুবিধার জন্য ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

9h ago