পিরোজপুরের ৪ ট্রলারের অর্ধশতাধিক জেলে বঙ্গোপসাগরে নিখোঁজ

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের ৪টি ট্রলারের অর্ধশতাধিক জেলে নিঁখোজ হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে ট্রলারের মালিকরা সাগরে জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

পিরোজপুর জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, প্রথমে ৯টি ট্রলার নিঁখোজ ছিল। এর মধ্যে ৫টি ট্রলারের সঙ্গে যোগাযোগ হয়েছে। এখনো ৪টি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশা করছি তাদের সন্ধান পাওয়া যাবে।

এর মধ্যে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক গ্রামের পলাশ দাসের ট্রলারটিতে পলাশসহ ১৭ জন জেলে ছিলেন। এ ছাড়া ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের হেলাল মৃধার একটি, দুলাল মৃধার একটি এবং সাইফুল মাতুব্বরের একটি ট্রলার নিঁখোজ রয়েছে। হেলালের ট্রলারে ১৭ জন, দুলালের ট্রলারে ১৩ জন এবং সাইফুলের ট্রলারের ৫ জন জেলে নিঁখোজ আছেন।

নিখোঁজ হওয়ার ট্রলারগুলোর তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস।

ট্রলার নিঁখোজ হওয়ার খবরে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে জানিয়ে কমল নিঁখোজ জেলেদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান।

 

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

1h ago