দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হলে সাগরে ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় মাঝেমধ্যে দমকা বাতাস হতে পারে। বর্ষাকালে এমন পরিস্থিতি বেশি হয়। মেঘ কমে গেলে আবার সতর্ক সংকেত সরিয়ে ফেলা হয়। অস্থায়ীভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঠিক হয়ে গেলে সরিয়ে ফেলা হবে।'

এ দিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

45m ago