৭৯ জেলেসহ বাংলাদেশি ২ ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।
এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক ও জেলে ছিল।
ট্রলার দুটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড ও এসআর ফিশিং লিমিটেড।
গতকাল সোমবার দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশি ট্রলারদুটি ভুল করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে।
তিনি বলেন, 'বিষয়টি নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে আলোচনা করছে।'
ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করে সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আব্দুস সাত্তার ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি।'
'এ ব্যাপারে নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে,' বলেন তিনি।
Comments