ডিবি হেফাজতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মৃত্যু 

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সন্দেহভাজন মাদক ব্যবসায়ী সিদ্দিক আহমেদ (৬২) গ্রেপ্তারের একদিন পর গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন দাবি করেন, ১৬ আগস্ট মঙ্গলবার সিদ্দিক আহমেদকে রমনা এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, 'সিদ্দিক আহমেদ গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়েন এবং পেট ব্যথার কথা জানান। আমরা তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা জানান সিদ্দিকের কোনো গুরুতর অসুস্থতা নেই।'

উপপরিদর্শক এরশাদ আরও জানান, এরপর সিদ্দিককে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি তীব্র পেট ব্যথার কথা জানান। তখন তাকে দ্রুত ঢামেক নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা গত সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক এরশাদ বলেন, 'সিদ্দিকের মৃত্যুর বিষয়টি টেকনাফে তার পরিবারকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Yunus meeting with leaders of four political parties

The meeting began at 9:00pm at the state guest house Jamuna

30m ago